গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার দাবীতে টেলিভিশন সাংবাদিকদের আঞ্চলিক সংগঠন বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন ও শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১ টায় শ্রীনগরের ডাকবাংলো মোড়ে এই মানববন্ধনে সাংবাদিকরা নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ জানায়। মানববন্ধন থেকে বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সভায় রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করবার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। সাংবাদিক তুহিন হত্যার বিচারের মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে নতুন দৃষ্টান্ত স্থাপনের জন্য সাংবাদিকরা আহ্বান জানান সরকারের প্রতি।
এ সময়ে বক্তব্য রাখেন বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বিক্রমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম তরিকুল ইসলাম মাহবুব, শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মোফাজ্জল হোসেনসহ সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তরা এ সময়ে তুহিনসহ সহ সকল নির্যাতীত সাংবাদিকদের হত্যার প্রতিবাদ জানায়।